• Sat. Mar 15th, 2025

অন্যসময়|Onnosomoi|Artcell band|Bangla lyrics|

Bymelomasum

Oct 6, 2024
আর্তনাদে হিঁচড়ে পড়ছে বেদনা
হৃদয়ের কলুষতার বিষাক্ততা

আবার হাসিমুখ|Abar hasimukh|shironamhin|Bangla lyrics


দূষিত করেছে আমায়
সমাজের নিত্য চাপে……
গ্রাস করেছে আমাকে
গ্রহন লেগেছে সত্তায়
দাসত্বের দাস হয়ে ফিরছি
বিবাগী পথিকের বেশে
বারে বারে একই ঠিকানায়।

মানুষ এগিয়ে যায় অন্যসময়ে
আকাশ বদলে যায় অন্য আকাশে।

দেহের বায়ু ক্রমশ ফুরিয়ে
জীবনের চাহিদা কিছু বাকি রয়ে যায়,
হৃদয়ের পাখি এখনও বন্দী খাঁচায়
জীবনের সীমানা দূরে দেখা যায়
মুক্তির সিঁড়ি পেরিয়ে
কে বা কার দেখা পায়
দাসত্বের দাস হয়ে ফিরছি
বিবাগী পথিকের বেশে
বারে বারে একই ঠিকানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *