• Sat. Jan 25th, 2025

অপরাধী/Oporadhi| Lyrics|arman alif|

Bymelomasum

Jul 12, 2024
wellcome to melomasum.com

একটা সময় তোরে আমার সবি ভাবিতাম

তোরে মন পিঞ্জরে যতন করে আগলাইয়া রাখতাম

তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম

তুই কানলে পরে কেমন করে হারাইয়া যাইতাম

একটা সময় তোরে আমার সবি ভাবিতাম

তোরে মন পিঞ্জরে যতন করে আগলাইয়া রাখতাম

তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম

তুই কানলে পরে কেমন করে হারাইয়া যাইতাম

ওরে মনের খাচায় যতন কইরা দিলাম তোরে ঠাই

এখন তোর মনেতে আমার জন্য কোন জায়গা নাই

ওরে আদর কইরা পিন্জরাতে পুষলাম পাখিরে

তুই যারে যা উইরা যারে অন্য খাচাতে

ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধীরে

আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরাইয়া দে

আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে

মাইয়া তুই বড় অপরাধি তোর ক্ষমা নাইরে

তোরে স্কুল পলাইয়া একটা নজর দেখিতে যাইতাম

আমি টিফিনের সব টাকা জমাই আবেগ কিনিতাম

হায়রে রাইতের পর রাইত জাগিয়া গান লিখিতাম

আমার সেই গানেরো সুরে তোরে খুজিয়া লইতাম

তোরে স্কুল পলাইয়া একটা নজর দেখিতে যাইতাম

আমি টিফিনের সব টাকা জমাই আবেগ কিনিতাম

হায়রে রাইতের পর রাইত জাগিয়া গান লিখিতাম

আমার সেই গানেরো সুরে তোরে খুজিয়া লইতাম

এখন একলা একা সময় গুলো কাটাই কেমনে

এত ভালোবাসার পরেও আমার কমকি ছিলোরে

রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়

তুই দেইখা লরে ত্রিভূবনে কেউতো কারো নয়

ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধীরে

আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরাইয়া দে

আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে

মাইয়া তুই বড় অপরাধি তোর ক্ষমা নাইরে

রে রে রে,রা রি রে রে রে

রে রে রে রে রে রে রে রে

ও রে রে রে,রা রি রে রে রে

রে রে রে রে রে রে রে রে

তোর নামের পাশে সবুজ বাতি আরতো জলেনা

এখন রাত্রি জুইড়া কেউতো আর মায়া লাগাইনা

কারো হাসি মুখের ছবি

দেইখা ঘুম আর ভাঙ্গেনা

কেউ আর ফ্লেক্সিলোডের

দোকানটাতেও ভিড় জমাইনা

তোর নামের পাশে সবুজ বাতি আরতো জলেনা

এখন রাত্রি জুইড়া কেউতো আর মায়া লাগাইনা

কারো হাসি মুখের ছবি

দেইখা ঘুম আর ভাঙ্গেনা

কেউ আর ফ্লেক্সিলোডের

দোকানটাতেও ভিড় জমাইনা

এখন তারার মত জ্বলে নিভে কষ্টগুলারে

আমি গিটারের সুর সাথে লইয়া ভালো আছিরে

রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়

তুই দেইখা লরে ত্রিভূবনে কেউতো কারো নয়

ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধীরে

আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরাইয়া দে

আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে

মাইয়া তুই বড় অপরাধি তোর ক্ষমা নাইরে

ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধীরে

আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরাইয়া দে

আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে

মাইয়া তুই বড় অপরাধি তোর ক্ষমা নাইরে

thanks for visite

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *