• Sat. Mar 15th, 2025

আজ মধু রাত আমার ফুল সয্যা|Aj modhu rat amar ful sojja|Kumar sanu|Bangla lyrics|

Bymelomasum

Dec 10, 2024
সানাইটা আজ বলছে কি

আমি জানি সেই কথা

রাত জেগে কেউ শুনছে কি

আমি শুধু শুনছি তা

কি করে বলি, এই প্রান চায় যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

কেন তুমি আমাকে যে এত ভালোবাসো|Keno tumi amk j eto valobasho|Kumar sanu|Bangla lyrics

এই বাসর ঘর ফুলে সাজানো

আর জ্বলছে ধুপ প্রীতির সুগন্ধে

এই বাসর ঘর ফুলে সাজানো

আর জ্বলছে ধুপ প্রীতির সুগন্ধে

ঐ পালংকে বসেছো যে তুমি

এক প্রতিমার ভঙ্গি আর ছন্দে

ঐ ঘোমটা ফেলে দাও

এই হাতটা ধরো না

হায় রাত বাকী নেই আর

কিছু গল্প করো না

এই রাত ভোর হলে ফিরে পাবে না

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

এই একটি রাত জাগবো বলে

হায় কতো রাত করেছি প্রতীক্ষা

এই একটি রাত জাগবো বলে

হায় কতো রাত করেছি প্রতীক্ষা

আজ সব কিছু দিলাম তোমায়

দাও আমাকে ভালোবাসায় দীক্ষা

কোন সাত পাকেতে নয়

কোন মন্ত্র বুঝি না

যদি মনটা পাই তোমার

কিছু আর তো খুজি না

গানে প্রানে বাধা রাখী খোলা যাবে না

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

সানাই টা আজ বলছে কি

আমি জানি সেই কথা

রাত জেগে কেউ শুনছে কি

আমি শুধু শুনছি তা

কি করে বলি, এই প্রান চায় যা..

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *