• Sat. Mar 15th, 2025

আন্দোলনে ‘তৃতীয় পক্ষ’ নিয়ে যা বললেন জায়েদ খান|

Bymelomasum

Aug 1, 2024
কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে মর্মাহত চিত্রনায়ক জায়েদ খান। এ মুহূর্তে দেশে না থাকলেও দেশের পরিস্থিতি নিয়ে অশ্রুসিক্ত নয়নে ফেসবুকে আবেগী বার্তা দিয়েছেন অভিনেতা।

বুধবার (৩১ জুলাই) কানাডার টরন্টো থেকে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন জায়েদ। ২ মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে জায়েদ জানান, ছাত্রছাত্রীদের কোটা আন্দোলন ছিল যৌক্তিক। যুক্তির মাধ্যমে এ আন্দোলনের সমাধান হয়েছে।

বর্তমান পরিস্থিতি নিয়ে জায়েদ বলেন, ‘দিনশেষে আমরা সবাই এক। দেশের জন্য, ভবিষ্যতের জন্য বাংলাদেশের প্রতিটি জিনিসকে ভালোবাসা আমাদের সবার দায়িত্ব। দেশের বাইরে আমাদের গর্বের জায়গা এলিভেটেড এক্সপ্রেস, মেট্রোরেলের মতো স্থাপনাগুলো। যা ধরে রাখা, যত্ন করার দায়িত্ব আমাদের সকলের।’

এ সময় আফসোস করে জায়েদ বলেন, ‘কিন্তু কোটা আন্দোলনকে কেন্দ্র করে অনেকে সুন্দর ও গর্বের স্থাপনাগুলো ধ্বংস করেছে, আগুন সন্ত্রাস করেছে, এটা কি কাম্য হতে পারে? এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম?’

জায়েদ আরও বলেন, ‘আমরা সবাই এক। এই স্লোগান সামনে রেখেই বাংলাদেশের ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কাজ করে যাচ্ছি যার যার জায়গা থেকে। ছাত্ররা দেশ ও জাতির সম্পদ। ছাত্ররাই বাংলাদেশের ভবিষ্যৎ। অথচ আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়ে হাসপাতালে পড়ে আছে অনেকে। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। সকল আহতদের জন্য আমার সমবেদনা, নিহতদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করছি।’

2 thoughts on “আন্দোলনে ‘তৃতীয় পক্ষ’ নিয়ে যা বললেন জায়েদ খান|”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *