তিনি বলেন, বিচার বিভাগীয় তদন্ত কমিশন যে রংপুরে যাচ্ছে সে বিষয়টি সর্বসাধারণকে জানানোর জন্য আগামীকাল (শুক্রবার) মাইকিং করা হবে। তদন্ত কমিশনের কাছে যারা সাক্ষ্য দিতে আসবেন তাদের কোনো প্রকার ভয়ভীতি দেখানো হলে কমিশন ছাড় দেবে না।
খোন্দকার দিলীরুজ্জামান, আগামী ৫ আগস্ট সকাল ৯টায় রংপুর সার্কিট হাউসে সহিংসতায় নিহত মো. আবু সাঈদের বিষয়ে সাক্ষ্য গ্রহণ করা হবে। ৬ আগস্ট নিহত সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দিন মিলন ও মো. মানিক মিয়ার বিষয়ে সাক্ষ্য গ্রহণ করা হবে। এ ছাড়া ৭ আগস্ট নিহত মেরাজুল ইসলাম ও আবদুল্লাহ আল তাহেরের বিষয়ে সাক্ষ্য গ্রহণ করা হবে।
One thought on “আবু সাঈদ হত্যা: তদন্তে রংপুর যাচ্ছে বিচার বিভাগীয় কমিশন\”