• Sat. Mar 15th, 2025

আমাকে আমার মতো থাকতে দাও|Amake Aamar Moto Thaakte Dao|Anupom bangla lyrics|

Bymelomasum

Feb 6, 2025
আমাকে আমার মতো থাকতে দাও
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি
আমাকে আমার মতো থাকতে দাও
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি
যেটা ছিলো না, ছিলো না, সেটা না পাওয়াই থাক
সব পেলে নষ্ট জীবন

J Tenu Dhoop Lagya Ve|Lyrics|

তোমার ঐ দুনিয়ার ঝাপসা আলোর
কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাঁচের মতো
যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও
দূরবীনে চোখ রাখবো না, না-না
না-না-না-না, না-না-না-না

এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাই না আর তার
কোনো রাত-দুপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার

কখনো আকাশ বেয়ে চুপ করে
যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে
চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুঁজো না আমায়
আশেপাশে আমি আর নেই

আমার জন্য আলো জ্বেলো না কেউ
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ
এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি
শেষ ট্রেনে ঘরে ফিরবো না, না-না
না-না-না-না, না-না-না-না

এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাই না আর তার
কোনো রাত-দুপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার

না, না-না-না-না-না, না-না-না-না-না, না-না-না-না
না, না-না-না-না-না, না-না-না-না-না, না-না-না-না

তোমার রক্তে আছে স্বপ্ন যত
তারা ছুটছে রাত্রি-দিন নিজের মতো
কখনো সময় পেলে একটু ভেবো
আঙুলের ফাঁকে আমি কই!

হিসেবের ভিড়ে আমি চাই না ছুঁতে
যত শুকনো পেঁয়াজ কলি ফ্রিজের শীতে
আমি ওবেলার ডাল-ভাতে ফুরিয়ে গেছি
গেলাসের জলে ভাসবো না, না-না
না-না-না-না, না-না-না-না

এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাই না আর তার
কোনো রাত-দুপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার

না, না-না-না-না-না, না-না-না-না-না, না-না-না-না
না, না-না-না-না-না, না-না-না-না-না, না-না-না-না
না, না-না-না-না-না, না-না-না-না-না, না-না-না-না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *