• Wed. Feb 12th, 2025

আমায় যদি প্রশ্ন করে|Amay Jodi Proshno Kore|Lyrics

Bymelomasum

Aug 14, 2024
আমায় যদি প্রশ্ন করে
আলো-নদীর এক দেশ
বলবো আমি বাংলাদেশ।
আমায় যদি প্রশ্ন করে
কল-কাকলীর দেশ
বলবো আমি বাংলাদেশ।
এক সূর্যের হাজার আলোর কণা
ছড়িয়ে এই মাটি করলো অরূপ সোনা।
আমায় যদি প্রশ্ন করে
মায়াবতীর কোন দেশ
বলবো আমি বাংলাদেশ।।
নব দিগন্তের নতুন চলার চিঠি
মেলেছে এ জীবন সম্ভবনার দীতি।
আমায় যদি প্রশ্ন করে
কাব্য-গীতির কোন দেশ
বলবো আমি বাংলাদেশ।।
আমায় যদি প্রশ্ন করে

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি|Amar vayer rokte rangano|Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *