welcome to melomasum.com
আমার ও লাগিয়া গো বন্ধু
ও বন্ধু হইলা বনোবাসি
কি দিয়া ফুটাবো আমি
তোমার মুখের হাসি ও বন্ধু
তোমার মুখের হাসি
ও কথা বোলোনা নাগো জোসনা
ও জোসনা আমি হইলাম দোষি
সুখের আশা দিয়া গো তোমায়
করলাম বনোবাসি গো জোসনা
করলাম বনোবাসি
কি বলিলে প্রানের বন্ধু
ও বন্ধু সহেনা পরানে
সুখে দুখে থাকবো আমি
তোমারই না সনে গো বন্ধু
তোমারই না সনে
মাতা ছাড়লাম পিতা গো ছাড়লাম
ও সখি ছাড়লাম রাজ্যের আশা
সারা জীবন ভরে গো আমায়
দিয়ো ভালোবাসা গো জোসনা
দিয়ো ভালোবাসা
কেদোনা কেদোনা গো বন্ধু
ও বন্ধু তুমি আমার স্বামী
আচল দিয়ে মুছবো আমি
তোমার চোখের পানি গো বন্ধু
তোমার চোখের পানি
কেদো নাগো তুমিও জোসনা
কেদো নাগো তুমি
তোমার চোখের পানি গো বন্ধু
তোমার চোখের পানি
কেদো নাগো তুমিও জোসনা
কোদো নাগো তুমি
তোমার চোখের পানি গো বন্ধু
তোমার চোখের পানি
সবাইকে ধন্যবাদ প্লিজ কেউ
তুমি চাঁদের জোছনা নও |Tumi Chader Jochona Nou |Lyrics