আমার এ ভালবাসা জানি’গো তোমার ক্ষনিকের ভালো লাগা ফুল ক্ষণিক কবরী মাঝে দিয়েছিলে ঠাঁই তারপরে ভেঙ্গে গেছে ভুল ক্ষনিকের ভালো লাগা ফুল আমার এ ভালবাসা জানি’গো তোমার ক্ষনিকের ভালো লাগা ফুল তব হিয়া নীলিমার পরে রং জেগেছিল, রং জেগেছিল থরে থরে না শুকাতে তৃণ দলে প্রভাত শিশির মুছিলো সে বরণ আকুল ক্ষনিকের ভালো লাগা ফুল কুঞ্জ ছায়ায় বসে, অবসর ক্ষণে শুনে ছিলে যে পাখির গান ক্ষণ-পরে গেছো ভুলে ক্ষণ-পরে গেছো ভুলে সে নীড়হারায়ে ভাললাগা হলে অবসান মোর প্রেম সে তোমারি জানি মোর প্রেম সে তোমারি জানি ক্ষনিকের লীলা-তরী খানি ক্ষণিক লীলার স্রোতে দিয়েছো ভাসায় অকূলে সে হারায়েছে কূল ক্ষনিকের ভালো লাগা ফুল আমার এ ভালবাসা জানি’গো তোমার ক্ষনিকের ভালো লাগা ফুল ক্ষণিক কবরী মাঝে দিয়েছিলে ঠাঁই তারপরে ভেঙ্গে গেছে ভুল ক্ষনিকের ভালো লাগা ফুল Post Views: 35 Post navigation Aaj Jeno Nei Kono Bhabna.. lyrics Amar Shwapne Dekha Rajkonya thake..lyrics