আমার কাঙ্খের কলসি
জলে গেলোরে ভাসি…
মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়ারে..
মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া
আমায় দোষো অকারণ
বল করি কি এখন
নদীর ঢেউ কি রাখা যায় বান্ধিয়ারে..
নদীর ঢেউ কি রাখা যায় বান্ধিয়া
আমার কাঙ্খের কলসি
জলে গেলোরে ভাসি…
মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়ারে..
মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া
এই নদীরি দুই কুলেতে
কতনা ঘাট আছে
কেনগো নাও বাইতে আইলা
এই ঘাটেরি কাছে
এই নদীরি দুই কুলেতে
কতনা ঘাট আছে
কেনো গো নাও বাইতে আইলা
এই ঘাটেরি কাছে
তুমি কেন অন্য কোথাও
যাওনা নাগরী
এই ঘাটেতেই ঝাপ দেয় কেন
তোমার গাগরী
ওরে ভিনদেশি নাগর
তোমার নাই কি প্রাণে ডর
সাজা দিব পঞ্চায়েত ডাকিয়ারে
তোমায় সাজা দেবো পঞ্চায়েত ডাকিয়া
আমায় দোষো অকারণ
বল করি কি এখন
নদীর ঢেউ কি রাখা যায় বান্ধিয়ারে..
নদীর ঢেউ কি রাখা যায় বান্ধিয়া