• Wed. Apr 23rd, 2025

আমার গল্পে তুমি|Amar golpe tumi|Arian|

Bymelomasum

Oct 7, 2024
যেন রোদেলা কোন দুপুরে
ছায়া হয়ে দাঁড়ালে বন্ধুর মতো
আঁধারে, দিন ভুলে

শুয়া চান পাখি|Shua chan pakhi|Bari sidduqe|Bangla song lyrics|


নতুন গল্পে দিলে প্রেরণা শত

ও প্রিয় আমার প্রিয়জন
শ্রাবণও দিনের শীতের ভোরে,
থেকো এমন

বন্ধু হও যদি তবে সঙ্গি হব আমি,
হাতে হাত রেখে এসো
আমার গল্পে তুমি

যেন এলে ছুঁতে এ মনে আছে
অনুভূতি যত
শেষ রাতের প্রার্থনায় তোমায়
চেয়ে যাই অবিরত

ও প্রিয় আমার প্রিয়জন
শ্রাবণও দিনের শীতের ভোরে,
থাকবো দুজন

বন্ধু হও যদি তবে সঙ্গি হব আমি,
হাতে হাত রেখে এসো
আমার গল্পে তুমি

যেন নতুন গল্পের শুরু এখানেই
নিয়ে আশা শত,
নতুন আলো হয়ে দাড়িয়ে
দুজন রঙ ছড়াবো পারি যত ।

ও প্রিয় আমার প্রিয়জন
শ্রাবণও দিনের শীতের ভোরে,
থাকবো দুজন

বন্ধু হও যদি তবে সঙ্গি হব আমি,
হাতে হাত রেখে এসো
আমার গল্পে তুমি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *