• Wed. Apr 23rd, 2025

আমার দেশের মাটির গন্ধে|Amaro Deshero Matiro Gondhe|Lyrics

Bymelomasum

Aug 14, 2024
আমার দেশের মাটির গন্ধে
ভরে আছে সারা মন
শ্যামল কোমল পরশ ছাড়া যে
নেই কিছু প্রয়োজন

আমার দেশের মাটির গন্ধে
ভরে আছে সারা মন
শ্যামল কোমল পরশ ছাড়া যে
নেই কিছু প্রয়োজন

প্রাণে প্রাণে যেন তাই
তারই সুর শুধু পাই
প্রাণে প্রাণে যেন তাই
তারই সুর শুধু পাই

দিগন্ত জুড়ে সোনা-রং ছবি
খেলে যাই সারাক্ষণ

আমার দেশের মাটির গন্ধে
ভরে আছে সারা মন
শ্যামল কোমল পরশ ছাড়া যে
নেই কিছু প্রয়োজন

বাতাসে আমার সবুজ স্বপ্ন দুলছে
কণ্ঠে কণ্ঠে তারই ধ্বনি শুধু তুলছে
বাতাসে আমার সবুজ স্বপ্ন দুলছে
কণ্ঠে কণ্ঠে তারই ধ্বনি শুধু তুলছে

গানে গানে আজ তাই
এই কথা বলে যাই
গানে গানে আজ তাই
এই কথা বলে যাই

নতুন আশা এনেছে জীবনে
সূর্যের এ লগন

আমার দেশের মাটির গন্ধে
ভরে আছে সারা মন
শ্যামল কোমল পরশ ছাড়া যে
নেই কিছু প্রয়োজন

একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার|Ekti Bangladesh|Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *