• Wed. Dec 11th, 2024

আমার সারা দেহ খেওগো মাটি | amar sara deho kheo go mati …lyrics

Bymelomasum

Jun 16, 2024
আমার সারা দেহ খেয়ো গো মাটি

হো•••ও•••ও•••ও

এই চোখ দুটো মাটি খেয়ো না••••

আমি মরে গেলেও তারে দেখার সাধ

মিটবে না গো মিটবে না

তারে,এক জনমে ভালোবেসে

ভরবে না মন ভরবে না

আমার সারা দেহ খেয়ো গো মাটি

হো•••ও•••ও•••ও

ওরে,ইচ্ছে করে বুকের ভিতর

লুকিয়ে রাখি তারে

ওরে,ইচ্ছে করে বুকের ভিতর

লুকিয়ে রাখি তারে

যেন,না পারে সে যেতে আমায়

কোন দিনও ছেড়ে

আমি এই জগতে তারে ছাড়া

থাকবো নাগো থাকবো না

তারে এক জনমে ভালোবেসে

ভরবে না মন ভরবে না

আমার সারা দেহ খেয়ো গো মাটি

হো•••ও•••ও•••ও

ওরে,এই না ভুবন ছাড়তে হবে

দু-দিন আগে পরে

ওরে,,এই না ভুবন ছাড়তে হবে

দু-দিন আগে পরে

বিধি,একই সঙ্গে রেখো মোদের

একই মাটির ঘরে

আমি এই না ঘরে থাকতে একা

পারবো নাগো পারবো না,

তারে এক জনমে ভালোবেসে

ভরবে না মন ভরবে না

আমার সারা দেহ খেয়োগ মাটি

হো•••ও•••ও•••ও

এই চোখ দুটো মাটি খেয়ো না••••

আমি মরে গেলেও তারে দেখার সাধ

মিটবে না গো মিটবে না

তারে এক জনমে ভালোবেসে

ভরবে না মন ভরবে না

আমার সারা দেহ ,

খেয়ো গো মাটি••••

হো•••ও•••ও•••ও

গানটি সেভ করার পরে দয়া

করে একটি লাইক দিবেন ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *