আমি একা এমন পাখি বুকেতে কষ্ট রাখি
মুখেতে দেখায় হাসি
যেন আমি সুখ নিবাসী
আমি একা এমন পাখি বুকেতে কষ্ট রাখি
চোখ লাল কিসে|Cokh lal kise|Bangla song lyrics|
মুখেতে দেখায় হাসি
যেন আমি সুখ নিবাসী,,,,,,
তুমি তো আমায় ছেড়ে
চলে গেছো অনেক দূরে
সুখে আছো শুনলাম আমি
ভাসাইয়া আমায় সুরে
তুমি তো আমায় ছেড়ে
চলে গেছো অনেক দূরে
সুখে আছো শুনলাম আমি
ভাসাইয়া আমায় সুরে
কতটা যন্ত্রণাময় প্রতি রাতে জেগে থাকি
তোমার স্মৃতি অন্তরেতে
বাজে বাজে সাজিয়ে রাখি
আমি একা এমন পাখি বুকেতে কষ্ট রাখি
মুখেতে দেখায় হাসি যেন আমি সুখ নিবাসী
এ জীবন শেষ হয়না
তোমায় ছাড়া ভাল লাগেনা
সব কিছু আন্দার লাগে
বেঁচে থাকা কি যাতনা
এ জীবন শেষ হয়না
তোমায় ছাড়া ভাল লাগেনা
সব কিছু আন্দার লাগে
বেঁচে থাকা কি যাতনা
আমারে পড়লে মনে
তুমিও কাইন্দো গোপনে
সুখে থেকো প্রাণের প্রিয়
আমার ভালোবাসা নিও
আমি একা এমন পাখি বুকেতে কষ্ট রাখি
মুখেতে দেখায় হাসি যেন আমি সুখ নিবাসী
আমি একা এমন পাখি বুকেতে কষ্ট রাখি
মুখেতে দেখায় হাসি যেন আমি সুখ নিবাসী