• Sun. Feb 16th, 2025

আমি এত যে তোমায় ভালবেসেছি|Ami eto j tomai valobesechi|Hemonto mukhopaddhai|Bangla lyrics|”

Bymelomasum

Nov 20, 2024
আমি এত যে তোমায় ভালোবেসেছি

তবু মনে হয় এ যেন গো কিছু নয়..

কেন আরো ভালোবেসে যেতে,

পারে না হৃদয়..

আমি এত যে তোমায় ভালোবেসেছি

তোমার কাজল চোখে

যে গভীর ছায়া কেঁপে উঠে ঐ

তোমার অধরে ওগো

যে হাসির মধু মায়া ফুটে ঐ

তারা এই অভিমান বোঝে না আমার

বলে তুমি তো আমায় ভালোবেসেছো..

শুধু আমার গোপন ব্যাথা কেঁদে কেঁদে কয়

কেন আরো ভালোবেসে যেতে

পারে না হৃদয়..

আমি এত যে তোমায় ভালোবেসেছি

তুমি তো জানোনা ওগো..

তোমার প্রাণের ঐ সুরের কাছে

আমার গানের বাণী আহত পাখির মতো

লুটায়ে আছে

তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পড়ালে

যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে

তারা এ দিনতাটুকু দেখে না আমার

বলে তুমি তো আমায় ভালোবেসেছো

শুধু আমার গোপন ব্যাথা কেঁদে কেঁদে কয়

কেনো আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়..

আমি এত যে তোমায় ভালোবেসেছি।

contact for copyright free backround music 01716342422

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *