কিযে (F#m)একা দীর্ঘ রাত
আমি (G)হেটে গেছি বিরাণ প(A)থে
(D)আমি তোমাকেই বলে দেবো
সেই (F#m)ভুলেভরা গল্প
কড়া (G)নেড়ে গেছি ভুল দর(A)জায় ছুঁয়ে (Em)কান্নার রঙ(C)
ছুঁয়ে (Bm)জোছনার ছায়া(D)(২) (D)আমি তোমাকেই বলে দেবো
কিযে (F#m)একা দীর্ঘ রাত
আমি (G)হেটে গেছি বিরাণ প(A)থে
(D)আমি তোমাকেই বলে দেবো
সেই (F#m)ভুলেভরা গল্প
কড়া (G)নেড়ে গেছি ভুল দর(A)জায় ছুঁয়ে (Em)কান্নার রঙ(C)
ছুঁয়ে (Bm)জোছনার ছায়া(D)(২) আমি (D)কাউকে বলিনি সে (G)নাম
কেউ (Em)জানেনা, না (A)জানে আ(D)ড়াল (২)
জানে (Em)কান্নার রঙ(C)
জানে (Bm)জোছনার ছা(D)য়া (২) SAME CHORD PROGRESSION তবে এই হোক
তীরে জাগুক প্লাবন
দিনে হোক লাবণ্য
হৃদয়ে শ্রাবণ। (২)
তুমি কান্নার রঙ,
তুমি জোছনার ছায়া।
তুমি কান্নার রঙ,
তুমি জোছনার ছায়া। আমি তোমাকেই বলে দেবো
কিযে একা দীর্ঘ রাত
আমি হেটে গেছি বিরাণ পথে
আমি তোমাকেই বলে দেবো
সেই ভুলেভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরজায় ছুঁয়ে কান্নার রঙ
ছুঁয়ে জোছনার ছায়া(২)
3 thoughts on “আমি তোমাকেই বলে দিবো| Ami tomake e bole debo..Chords”