ছেলে:-আমি তোমায় ভালো যে বেসেছি ভালোবাসবো
যেখানেই যাবে,আমাকেই পাবে
যেখানে’ই যাবে আমাকেই পাবে
তোমার’ই কাছেতে আমি আসবো
ভালোবাসবো… ভালোবাসবো
মেয়ে:-আমি তোমায় ভালো যে বেসেছি ভালোবাসবো
যেখানেই যাবে, আমাকেই পাবে
যেখানেই যাবে আমাকেই পাবে
তোমার’ই কাছেতে আমি আসবো
ভালোবাসবো..ভালোবাসবো
AminKhan2017
ছেলে:- যেমন কোকিলা শোনাতে পারে না
কুহু কুহু ছাড়া কিছু
যেমন ছায়াটি চলে গো কেবলই আলোরি পিছু পিছু
যেন সেই ভাবে,আমাকেও পাবে
যেন সেই ভাবে আমাকেও পাবে
তোমার’ই হাসিতে আমি হাসবো
ভালোবাসবো…ভালোবাসবো
মেয়ে:-ফুলের বনেতে ফাগুন দিনেতে
যেমন বাতাস লাগে
তেমনি আবেশে প্রানের এদেশে
থাকবো যে অনুরাগে
দুটি মন ভরে.. যতো রং ঝরে
দুটি মন ভরে যতো রং ঝরে
সে রঙে সুখেরই ছবি আঁকবো
ভালোবাসবো…ভালোবাসবো
মেয়ে:-পাথরে পাথরে সোনারও আখরে
মিশে যাবো দুটি নাম
ছেলে:- দুজনে মিলেছি ভালো যে বেসেছি
বলে যাবো অবিরাম
মেয়ে:-যেনো সেই কথা
ছেলে:- হবে রূপ কথা
মেয়ে:- যেনো সেই কথা
ছেলে:- হবে রুপ কথা
মেয়ে+ ছেলে:- আমরা গানের সুরে ভাসবো
ভালোবাসবো…ভালোবাসবো
মেয়ে:-আমি তোমায় ভালো যে বেসেছি ভালোবাসবো
ছেলে:-আমি তোমায় ভালো যে বেসেছি ভালোবাসবো
মেয়ে:- যেখানেই যাবে,আমাকেই পাবে
ছেলে: যেখানেই যাবে আমাকেই পাবে
মেয়ে+ ছেলে:- তোমার’ই কাছেতে আমি আসবো
ভালোবাসবো… ভালোবাসবো
ভালোবাসবো… ভালোবাসবো