• Wed. Dec 11th, 2024

আমি দূর হতে তোমারেই দেখেছি…lyrics

Bymelomasum

Jun 11, 2024
আমি দূর হতে তোমারেই দেখেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি

আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি

আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

বাঁজে কিনকিনি রিনিঝিনি

তোমারে যে চিনি চিনি

মনে মনে কত ছবি একেঁছি

আমি দূর হতে তোমারেই দেখেছি

আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল

তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল

ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল

তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল

ঐ রুপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি

দূর হতে তোমারেই দেখেছি

আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

কস্তুরি মৃগ তুমি যেন কস্তুরি মৃগ তুমি

আপণ গন্ধ ঢেলে এ হৃদয় ছুঁয়ে গেলে

সে মায়ায় আপনারে ঢেকেছি

ঐ কপালে দেখেছি লাল পদ্ম

যেন দল মেলে ফুঁটেছে সে সদ্য

ঐ কপালে দেখেছি লাল পদ্ম

যেন দল মেলে ফুঁটেছে সে সদ্য

আমি ভ্রমরে গুন্জনে তোমারেই ডেকেছি

দূর হতে তোমারেই দেখেছি

আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

বাঁজে কিনকিনি রিনিঝিনি

তোমারে যে চিনি চিনি

মনে মনে কত ছবি একেঁছি

আমি দূর হতে তোমারেই দেখেছি

আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *