কষ্টি পাথর দে মা এনে,
আমি নতুন করে গড়ব ঠাকুর
কষ্টি পাথর দে মা এনে,
দেবো হাতে বাঁশি, মুখে হাসি
হাতে বাঁশি, মুখে হাসি,
তার ডাগর চোখে কাজল টেনে
কষ্টি পাথর দে মা এনে,
আমি নতুন করে গড়ব ঠাকুর
কষ্টি পাথর দে মা এনে। মথুরাতে আর যাবে না
মা যশোদায় কাঁদাবে না,
মথুরাতে আর যাবে না
মা যশোদায় কাঁদাবে না,
রইবে ব্রজগোপীর কেনা
রইবে ব্রজগোপীর কেনা,
চলবে রাধার আদেশ মেনে
কষ্টি পাথর দে মা এনে। শ্রীচরণ তার গড়ব না মা
গড়লে চরণ পালিয়ে যাবে,
নাইবা শুনলে নূপুর-ধ্বনি
ঠাকুরকে তো কাছে পাবে। চরণ পেলে দেশে দেশে
কুরুক্ষেত্র বাঁধাবে সে,
গন্ধমালা দিসনে এনে
গন্ধমালা দিসনে এনে,
ভক্ত ভ্রমর ফেলবে জেনে
কষ্টি পাথর দে মা এনে।
আমি নতুন করে গড়বো ঠাকুর
কষ্টি পাথর দে মা এনে,
দেবো হাতে বাঁশি, মুখে হাসি
হাতে বাঁশি, মুখে হাসি,
তার ডাগর চোখে কাজল টেনে
কষ্টি পাথর দে মা এনে,
আমি নতুন করে গড়ব ঠাকুর
কষ্টি পাথর দে মা এনে। tnx all