• Sun. Feb 16th, 2025

আমি ফাইসা গেছি|Ami faisa gechi|Lyrics

Bymelomasum

Aug 13, 2024
welcome to melomasum.com

আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি
আমি ফাইসা গেছি মাইনকার চিপায়
আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি
আমি ফাইসা গেছি মাইনকার চিপায়


আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়
আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়
ফাইসা গেছি আমি ফাইসা গেছি
আমি ফাইসা গেছি মাইনকার চিপায়
আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি
আমি ফাইসা গেছি মাইনকার চিপায়


কোন পাগলে পাইছিল করছি শখের শাদী
ক্ষমতার যেমুন তেমন ভাবে শাহজাদী
কোন পাগলে পাইছিল করছি শখের শাদী
ক্ষমতার যেমুন তেমন ভাবে শাহজাদী

সকাল-বিকাল, রাইত-দুপুর বউয়ে দেয় ঠেলা
কয় বউ পুষার মুরাদ নাই তয় বিয়া করছস কেলা
আমি এধার কামাল ওধার করি সারাদিন ফেচকি মারি
দিনের বেলায় আড়তদারী রাইতে চোরাকারবারি


দিন-দুনিয়া সবই গেল জীবন ভেস্তে যায়


আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি
আমি ফাইসা গেছি মাইনকার চিপায়
আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি
আমি ফাইসা গেছি মাইনকার চিপায়
আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়
আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়
ফাইসা গেছি আমি ফাইসা গেছি
আমি ফাইসা গেছি মাইনকার চিপায়


মাইয়া আমার চিজ একখান যেমুন ফিল্মের নায়িকা
মাধুরী, ঐশ্বরিয়া, কাজলরে কয় অফ যা
মাইয়া আমার চিজ একখান যেমুন ফিল্মের নায়িকা
মাধুরী, ঐশ্বরিয়া, কাজলরে কয় অফ যা
পোলায় আমার শিক্ষিত পড়ে দশ কেলাসের উপর
হাত খরচা না দিলে ইংলিশে গাইল পাড়ে
মনে মনে কই আমি গাইলের আর হুনছস কি
আমগো গাইল হুনলে পড়ে খাড়াইব মুরদা পীর


আমি হালায় কুলুর বলদ খাইটা জীবন যায়

আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি
আমি ফাইসা গেছি মাইনকার চিপায়
আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি
আমি ফাইসা গেছি মাইনকার চিপায়
আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়
আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়

আমি চিৎকার করে কাদিতে চাহিয়া|Ami chitkar kore kadite chahiya|Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *