wellcome to melomasum.com
আমার কল্পনায় জলছায়ারও ডুব খায়
পিছে ফিরে দেখো না হাঁটছি গুটিসুটি পায়,
মেঘের টালবাহানায় তোমায় একটা গান শোনাই
নিঃশ্বাসের ওই উষ্ণতায় খুব কাছে কি করে যাই…
তোমার পলক পলকে যদি আটকে পড়ে
আনমনে ঠোঁটের কোনে হাসি কড়া নাড়ে……..
আমি ফেঁসে যাই, তোমার উড়া চুলে
তুমি হাসলে ওই গালে আমি ফেঁসে যাই….
ও আমি ফেঁসে যাই, তোমার চোখের জলে
চুয়ে পড়া কাজলে আমি ফেঁসে যাই…
আমি ফেঁসে যাই…
ওওওওও……
ওওওওও…..
ও.. আঙুলে আঙুল যখন ভুলে ছুঁয়ে পড়ে
গভীর বুকে কেন ঝড় বয়ে চলে,
কিছুই তো বুঝিনি, মায়া তো খুঁজিনি
না কোনো সময় যেয়ো না এখনই।
তোমার পলক পলকে যদি আটকে পড়ে
আনমনে ঠোঁটের কোনে হাসি কড়া নাড়ে ..
আমি ফেঁসে যাই, তোমার উড়া চুলে
তুমি হাসলে ওই গালে আমি ফেঁসে যাই,
ও আমি ফেঁসে যাই, তোমার চোখের জলে
চুয়ে পড়া কাজলে আমি ফেঁসে যাই।
ওওওওও..….
ওওওওও….thanks for visit