আমি হাত দিয়ে যা ছুঁই
তাই দুঃখ হয়ে যায়
সেই হাতে কি বলো বন্ধু,
তোমায় ছোঁয়া যায়?
বল তোমায় ছোঁয়া যায়…
একদিন আমি আকাশ ছুঁয়েছিলাম
সেইদিনই প্রথম আকাশের বুকে,
মেঘের দেখা পেলাম
আমি হাত দিয়ে যা ছুঁই
তাই দুঃখ হয়ে যায়
সেই হাতে কি বলো বন্ধু,
তোমায় ছোঁয়া যায়?
বল তোমায় ছোঁয়া যায়…
একদিন আমি চাঁদকে ছুঁয়েছিলাম
যতদূরেই থাকো|Jotodure|Warfaze|Bangla lyrics|
সেইদিনই প্রথম চাঁদের ঐ আলোয়
ব্যথার ছোঁয়া পেলাম