• Thu. Apr 24th, 2025

আলমাদা-এচেভেরির গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

Bymelomasum

Jul 30, 2024
visite melomasum.com for more sports update

শুরুটা হতাশার হলেও গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে নিজেদের চিরচেনা রূপে ফিরেছে আর্জেন্টিনা। ইরাকের পর ইউক্রেনকে হারিয়ে প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে হাভিয়ের মাসচেরানোর শিষ্যরা

মঙ্গলবার (৩০ জুলাই) ‘বি’ গ্রুপের ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জয়সূচক গোল দুটি করেছেন থিয়াগো আলমাদা ও ক্লদিও এচেভেরি। আরেক ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ আট নিশ্চিত করেছে মরক্কো।

২০২১ সালের পর থেকে সময়টা দারুণ কাটছে আর্জেন্টিনার। গত তিন বছরে ফিফা বিশ্বকাপ, মহাদেশীয় শিরোপাসহ চারটি ট্রফি ঘরে তুলেছে আলবিসেলেস্তেরা। এবার সময় অলিম্পিকের গোল্ড মেডেল ঘরে তোলার। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে ২০০৪ সালে প্রথম আর ২০০৮ সালে সবশেষ স্বর্ণ পদক জিতেছিল তারা। ১৬ বছরের অপেক্ষা ঘোচাতে এবার ভরসা হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দির মতো বিশ্বজয়ীরা। তাদের সঙ্গে আছেন নতুন প্রজন্মের তারকা এচেভেরি, আলমাদারা।

One thought on “আলমাদা-এচেভেরির গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *