আসমানে যাইও নারে বন্ধু, ধরতে পারবো না- তোমায় পাতালে যাইও নারে বন্ধু, ছুইতে পারবো না- তোমায়। আসমানে যাইও নারে বন্ধু, ধরতে পারবো না- তোমায় পাতালে যাইও নারে বন্ধু, হায় বড়পির আব্দুল কাদির|Hai boro pir abdul kadir|Bangla folk song|Bangla lyrics ছুইতে পারবো না- তোমায়। বুকের ভিতর-রইও রে বন্ধু বুকের ভিতর- রইও, অন্তরে অন্তর মিশাইয়া পিরীতের গান গাইও তুমি বুকের ভিতর-রইও রে বন্ধু বুকের ভিতর- রইও, অন্তরে অন্তর মিশাইয়া পিরীতের গান গাইও। ও বন্ধু রে—-এ— সতী নারীর পতি যেমন, পর্বতেরই–চূড়া, অসৎ নারীর গতি তেমন, ভাঙ্গা নায়ের গোড়া– ও বন্ধু রে—-এ— সতী নারীর পতি যেমন, পর্বতেরই–চূড়া, অসৎ নারীর গতি তেমন, ভাঙ্গা নায়ের গোড়া– তুমি নায়ের গলই হইও রে বন্ধু, নায়ের গলই– হইও, অন্তরে অন্তর মিশাইয়া, পিরীতের গান গাইও। ও বন্ধু রে—-এ— না করিয়া পাগল হাসান, কূল কলঙ্কের ভয়, প্রেম তরণী ভাসাইলাম, নামে দয়াময়। ও বন্ধু রে—-এ— না করিয়া পাগল হাসান কূল কলঙ্কের ভয়, প্রেম তরণী ভাসাইলাম, নামে দয়াময়। তুমি দয়াময়ী হইও রে বন্ধু, দয়াময়ী হইও, অন্তরে অন্তর মিশাইয়া, পিরীতের গান গাইও। তুমি বুকের ভিতর-রইও রে বন্ধু বুকের ভিতর- রইও, অন্তরে অন্তর মিশাইয়া পিরীতের গান গাইও। Post Views: 19 Post navigation হায় বড়পির আব্দুল কাদির|Hai boro pir abdul kadir|Bangla folk song|Bangla lyrics| আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা পর|Age jodi jantam re bondhu |
নিঠুর মনোহর | আমার বন্ধু চিকন কালিয়া|Amar bondhu chikon kaliya|Bangla lyrics| Feb 14, 2025 melomasum