তুমি কী গো শান্তি পাও
বন্ধু তোমার ইচ্ছে মতো আমারে কাঁদাও মনের জোরে চলছে দেহ(Moner Jore Cholche Deho)-লিরিক্স | Habib Wahid আরে, আমার বুকে ব্যাথা দিয়া
তুমি কী গো শান্তি পাও
বন্ধু তোমার ইচ্ছে মতো আমারে কাঁদাও ওরে,বন্ধু তোমার ইচ্ছে মতো আমারে কাঁদাও
সুখের লাগি প্রেম করিয়া
ভাসি দুখের সাগরে
তুমি তো ছিলা না আমার
বুঝলাম অনেক পরে। সুখের লাগি প্রেম করিয়া
ভাসি দুখের সাগরে
তুমি তো ছিলা না আমার
বুঝলাম অনেক পরে। আমায় থুইয়া প্রেম নদীতে
কারে লইয়া নৌকা বাও আমায় থুইয়া প্রেম নদীতে
কারে লইয়া নৌকা বাও বন্ধু তোমার ইচ্ছে মতো আমারে কাঁদাও ওরে,বন্ধু তোমার ইচ্ছে মতো আমারে কাঁদাও জ্বইলা পুইড়া বন্ধু আমার
ভিতর হইলো ছাই
তবু বন্ধু তুমি ছাড়া
এই মনে কেউ নাই জ্বইলা পুইড়া বন্ধু আমার
ভিতর হইলো ছাই
তবু বন্ধু তুমি ছাড়া
এই মনে কেউ নাই আমার চোখে ঘুম আসেনা
কার বুকে তুমি ঘুমাও আমার চোখে ঘুম আসেনা
কার বুকে তুমি ঘুমাও বন্ধু তোমার ইচ্ছে মতো আমারে কাঁদাও ওরে,বন্ধু তোমার ইচ্ছে মতো আমারে কাঁদাও আমার বুকে ব্যাথা দিয়া
তুমি কী গো শান্তি পাও
বন্ধু তোমার ইচ্ছে মতো আমারে কাঁদাও ওরে,বন্ধু তোমার ইচ্ছে মতো আমারে কাঁদাও