welcome to melomasum.com
কোটা সংস্কার আন্দোলন ঘিরে রণক্ষেত্রে পরিণত রাজধানীর উত্তরা। শুক্রবার (২ আগস্ট) বিকেলে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় আহত হন বেশ কয়েকজন।
আবু সাঈদ হত্যা: তদন্তে রংপুর যাচ্ছে বিচার বিভাগীয় কমিশন
জানা যায়, উত্তরা ১১ নম্বর সেক্টরে দুপুরের পর থেকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদেরও দেখা যায়। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে সংঘর্ষ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই ছবি ও ভিডিও। এতে হতাহতের কিছু চিত্র সামনে এসেছে। কয়েক ঘণ্টা পর সাঁজোয়া যান নিয়ে সেনাবাহিনী উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিন জুমার নামাজের পর জাতীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ মুসল্লিরা। সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলন কেন্দ্র করে সাধারণ মানুষ, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ নিহতের ঘটনায় স্লোগান দেন সাধারণ মানুষ। পল্টন মোড় থেকে প্রেস ক্লাব হয়ে মিছিলটি মৎস্য ভবনের দিকে গেলে সামনে ও পেছনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। পরে শাহবাগ ঘুরে বিক্ষোভ মিছিল নিয়ে আবারও একই পথ দিয়ে প্রেস ক্লাবে গিয়ে জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় সব হত্যাকাণ্ডের বিচার, গণগ্রেফতার বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তিসহ নানা দাবি তুলে ধরেন মুসল্লিরা।
আবু সাঈদ হত্যা: তদন্তে রংপুর যাচ্ছে বিচার বিভাগীয় কমিশন
One thought on “উত্তরায় বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ”