• Mon. Feb 10th, 2025

এই মন আমার পাথর |Ei Mon Amar Pathor To Noy|Lyrics

Bymelomasum

Aug 13, 2024
welcome to melomasum.com

এই মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে

এই মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে

যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে

যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে

এ রিদয়ে তোমাকেই খুঁজবে

এই মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে

সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে

ভালোবাসা হয়ে তুমি এ বুকে রবে

হো…সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে

ভালোবাসা হয়ে তুমি এ বুকে রবে

হারাবো যেদিন আমি অন্ধকারে

বুঝবে সেদিন তুমি বুঝবে

এই মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে

এই মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে

ভুল বোঝে দুরে সরে তুমি গেছো চলে

জানলে না কি যে ব্যাথা রিদয়ে দিলে

হো…ভুল বোঝে দুরে সরে তুমি গেছো চলে

জানলে না কি যে ব্যাথা রিদয়ে দিলে

ভেংঙে যাবে সব ভুল জানি একদিন

খুঁজবে সেদিন তুমি খুঁজবে

এই মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে

যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে

যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে

এ রিদয়ে তোমাকেই খুঁজবে

এই মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে

এই মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে

থাকতে যদি না পাই তোমায়|Thakte jodi na pai tomai|Lyrics

One thought on “এই মন আমার পাথর |Ei Mon Amar Pathor To Noy|Lyrics”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *