কবার যদি.. কেউ
ভালাবাসতো আমার নয়ন.. দুটি
জলে ভাসতো আর ভালবাসতো
একবার যদি.. কেউ
ভালাবাসতো আমার নয়ন.. দুটি
জলে ভাসতো আর ভালবাসতো
এ জীবন তবু
কিছু না কিছু পেত….
দিন যায় কথা থাকে বাংলা গানের লিরিক্স | din jay kotha thake|Bangla lyrics|.
একবার যদি কেউ ভালাবাসতো
আমার নয়ন দুটি
জলে ভাসতো আর ভালবাসতো
যদি.এমন.. হতো একটি কথা
আমায় বলে কেউ
ভেঙ্গে দিত সব নীরবতা
যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ
ভেঙ্গে দিত সব নীরবতা
এ জীবন তবু
কিছু না কিছু পেত…..
একবার যদি কেউ ভালাবাসতো
আমার নয়ন দুটি
জলে ভাসতো আর ভালবাসতো
যদি এমন হতো একটি শ্রাবণ
আমায় কাঁদিয়ে বলে যেত সে
এই তো মরণ
যদি এমন হতো একটি শ্রাবণ
আমায় কাঁদিয়ে বলে যেত সে
এই তো মরণ
এ জীবন তবু
কিছু না কিছু পেত…..
একবার যদি কেউ ভালাবাসতো
আমার নয়ন দুটি
জলে ভাসতো আর ভালবাসতো
এ জীবন তবু
কিছু না কিছু পেত……
একবার যদি কেউ ভালাবাসতো
আমার নয়ন দুটি
জলে ভাসতো আর ভালবাসতো