একা থাকা শিখে গেছি চিন্তা কইরো না
একা আছি ভালো আছি নাইরে দুটানা
আর আসিও না রে বন্ধু আর ডাকিও না
আর আসিও না রে বন্ধু আর ডাকিও না
Lilabali|লীলাবালি|Bangla lyrics
মধুর সুরে বিষের বাঁশি আর বাজাইও না
মধুর সুরে বিষের বাঁশি আর বাজাইও না
আর আসিও না রে বন্ধু আর ডাকিও না
আর আসিও না রে বন্ধু আর ডাকিও না
প্রিয় বন্ধু আমার সং বুক থেকে
ঘুরে আসুন আপনার পছন্দের
গানটি থাকতেও পারে
ভুলে গেছি সকল স্মৃতি
নায় আবেগ বাপ পিরিত
ভুলে গেছি সকল স্মৃতি
নায় আবেগ বাপ পিরিত
মিছামিছি কানামাছি আর খেলেও না
বন্ধু বায়োস্কোপের গল্প তুমি আর বলিও না
আর আসিও না রে বন্ধু আর ডাকিও না
আর আসিও না রে বন্ধু আর ডাকিও না
আর আসিও না রে বন্ধু আর ডাকিও না
আর আসিও না রে বন্ধু আর ডাকিও না
প্রিয় বন্ধু আমার সং বুক থেকে
ঘুরে আসুন আপনার পছন্দের
গানটি থাকতেও পারে
ভালো আছো নিজের বাভে
নিজের মত নিজ স্বভাবে
ভালো আছো নিজের বাভে
নিজের মত নিজ স্বভাবে
মন ভুলানো আসার কথা আর শুনাইওনা
বন্ধু ক্ষত ভরা মনটা নিয়া আর খেলিও না
আর আসিও না রে বন্ধু আর ডাকিও না
আর আসিও না রে বন্ধু আর ডাকিও না
পাগল সুজন ভবঘুরে
ঘর বাড়ি নাই এ সংসারে
পাগল সুজন ভবঘুরে
ঘর বাড়ি নাই এ সংসারে
ভুল করিয়া এমন মানুষ ভালোবাইসনা
বন্ধু সুখে থাকো ভালো থাকো করি কামনা
আর আসিও না রে বন্ধু আর ডাকিও না
আর আসিও না রে বন্ধু আর ডাকিও না
আর আসিও না রে বন্ধু আর ডাকিও না
আর আসিও না রে বন্ধু আর ডাকিও না