• Sun. Feb 16th, 2025

একা থাকা শিখে গেছি|Eka thaka sikhe gechi chinta koirona |Sathy khan|Bangla lyrics|

Bymelomasum

Dec 5, 2024
একা থাকা শিখে গেছি চিন্তা কইরো না

একা আছি ভালো আছি নাইরে দুটানা

আর আসিও না রে বন্ধু আর ডাকিও না

আর আসিও না রে বন্ধু আর ডাকিও না

Lilabali|লীলাবালি|Bangla lyrics

মধুর সুরে বিষের বাঁশি আর বাজাইও না

মধুর সুরে বিষের বাঁশি আর বাজাইও না

আর আসিও না রে বন্ধু আর ডাকিও না

আর আসিও না রে বন্ধু আর ডাকিও না

প্রিয় বন্ধু আমার সং বুক থেকে

ঘুরে আসুন আপনার পছন্দের

গানটি থাকতেও পারে

ভুলে গেছি সকল স্মৃতি

নায় আবেগ বাপ পিরিত

ভুলে গেছি সকল স্মৃতি

নায় আবেগ বাপ পিরিত

মিছামিছি কানামাছি আর খেলেও না

বন্ধু বায়োস্কোপের গল্প তুমি আর বলিও না

আর আসিও না রে বন্ধু আর ডাকিও না

আর আসিও না রে বন্ধু আর ডাকিও না

আর আসিও না রে বন্ধু আর ডাকিও না

আর আসিও না রে বন্ধু আর ডাকিও না

প্রিয় বন্ধু আমার সং বুক থেকে

ঘুরে আসুন আপনার পছন্দের

গানটি থাকতেও পারে

ভালো আছো নিজের বাভে

নিজের মত নিজ স্বভাবে

ভালো আছো নিজের বাভে

নিজের মত নিজ স্বভাবে

মন ভুলানো আসার কথা আর শুনাইওনা

বন্ধু ক্ষত ভরা মনটা নিয়া আর খেলিও না

আর আসিও না রে বন্ধু আর ডাকিও না

আর আসিও না রে বন্ধু আর ডাকিও না

পাগল সুজন ভবঘুরে

ঘর বাড়ি নাই এ সংসারে

পাগল সুজন ভবঘুরে

ঘর বাড়ি নাই এ সংসারে

ভুল করিয়া এমন মানুষ ভালোবাইসনা

বন্ধু সুখে থাকো ভালো থাকো করি কামনা

আর আসিও না রে বন্ধু আর ডাকিও না

আর আসিও না রে বন্ধু আর ডাকিও না

আর আসিও না রে বন্ধু আর ডাকিও না

আর আসিও না রে বন্ধু আর ডাকিও না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *