হো এতটা দিন এতো বছর ধরে
যে সপ্ন নিয়ে আমি বেঁচে আছি
এতটা দিন এতো বছর ধরে
যে সপ্ন নিয়ে আমি বেচে আছি
তুমি কেমন করে
রাত নামে দুচোখে|Raat name duchokhe ghum jorai|Sonu nigam|Bangla lyrics|
তুমি কেমন করে
সবি আয়োজন ভেঙ্গে দিলে
ভেঙ্গে~দিলে
এতটা দিন এতো বছর ধরে
যে সপ্ন নিয়ে আমি বেচে আছি
তুমি কেমন করে
তুমি কেমন করে
সবি আয়োজন ভেঙ্গে দিলে~
ভেঙ্গে ~দিলে
তুমি তো খুব~ সহজেই
ভালবাসা দিলে জলাঞ্জলি
বল তো এখন আমি~
দুঃখ গুলো কারে বলি
ভালবাসার এ আগুনে
পুড়তে হবে তিলে~ তিলে
এতটা দিন এতো বছর ধরে
যে সপ্ন নিয়ে আমি বেচে আছি
তুমি কেমন করে….
তুমি কেমন করে
সব আয়োজন ভেঙ্গে দিলে~
ভেঙ্গে ~দিলে
তুমি তো মন ছুঁয়েছ
মনের মাঝে দিয়ে সপ্ন আসা
বল তো কেমন করে….
ভুলবো তোমার ভালবাসা
বেঁচে থাকার আসাগুলো
কেন তুমি কেরে নিলে
এতটা দিন এতো বছর ধরে
যে সপ্ন নিয়ে আমি বেচে আছি
তুমি কেমন করে
তুমি কেমন করে
সবি আয়োজন ভেঙ্গে দিলে
ভেঙ্গে~দিলে
এতটা দিন এতো বছর ধরে
যে সপ্ন নিয়ে আমি বেচে আছি
তুমি কেমন করে~
তুমি কেমন করে
সব আয়োজন ভেঙ্গে দিলে
ভেঙ্গে~~ দিলে