• Sat. Mar 15th, 2025

এমন একটা দিন নাই, |Emon Ekta Din Nai|Lyrics

Bymelomasum

Aug 10, 2024
welcome to melomasum.com

এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই
তোমায় নিয়ে ভাবেনি এ মন
হায় রে, তুমি ছাড়া বাঁচে না জীবন

এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই
তোমায় নিয়ে ভাবেনি এ মন
হায় রে, তুমি ছাড়া বাঁচে না জীবন
হায় রে, তুমি ছাড়া বাঁচে না জীবন

হাজার লোকের ভিড়ে আমি তোমায় খুঁজে নিয়েছি
চিরকালের তরে মনটা তোমায় দিয়ে দিয়েছি
হাজার লোকের ভিড়ে আমি তোমায় খুঁজে নিয়েছি
চিরকালের তরে মনটা তোমায় দিয়ে দিয়েছি

এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই
তোমায় নিয়ে ভাবেনি এ মন
হায় রে, তুমি আমার সারাটি ভুবন
হায় রে, তুমি আমার সারাটি ভুবন

তোমার জন্য আমি শুধু এই জগতে এসেছি
তোমার প্রেমে মরতে পারি, এমন ভালোবেসেছি
তোমার জন্য আমি শুধু এই জগতে এসেছি
তোমার প্রেমে মরতে পারি, এমন ভালোবেসেছি

এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই
তোমায় নিয়ে ভাবেনি এ মন
হায় রে, তুমি দুঃখ-সুখেরই পবন
হায় রে, তুমি দুঃখ-সুখেরই পবন

এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই
তোমায় নিয়ে ভাবেনি এ মন
হায় রে, তুমি ছাড়া বাঁচে না জীবন

এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই
তোমায় নিয়ে ভাবেনি এ মন
হায় রে, তুমি ছাড়া বাঁচে না জীবন
হায় রে, তুমি ছাড়া বাঁচে না জীবন

বুক চিন চিন করছে হায়|Buk chin chin korse hay|Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *