মেঘ ঢাকা ওই আকাশের সমান
জানো কি আমার যত অভিলাষ
সাত রংয়ে ওই রংধনু আকাশ তুমি কাঁদলে যেন বৃষ্টি ঝরে
তোমার চোখের জলে
তুমি হাসলে যেন রোদ্র হাসে
এ সময় যায় বলে
ভালোবাসা এই তো বুঝি
এ সময় ভালোবাসার হাত বাড়ালেই জানি তুমি আছো
ক্লান্ত সময় বিছানা হয়ে আছ
তুমি ছুঁয়ে দিলে তাই
এত মায়াময় লাগে তুমি কাঁদলে যেন বৃষ্টি ঝরে
তোমার চোখের জলে
তুমি হাসলে যেন রোদ্র হাসে
এ সময় যায় বলে
ভালোবাসা এই তো বুঝি
এ সময় ভালোবাসার দিন ফুরালেই জানি সন্ধ্যা নামে
তোমার আমার ভালোবাসার দামে
কাছে আসো বলে তাই
এত শিহরণ লাগে তুমি কাঁদলে যেন বৃষ্টি ঝরে
তোমার চোখের জলে
তুমি হাসলে যেন রোদ্র হাসে
এ সময় যায় বলে
ভালোবাসা এই তো বুঝি
এ সময় ভালোবাসার thanks all the best sound mixing artist in bangladresh is habib wahid