ওকে আজ চলে যেতে বলনা, ললিতা
ওকে আজ চলে যেতে বলনা
ও ঘাটে জল আনিতে যাবোনা যাবোনা
ও ঘাটে জল আনিতে যাবোনা যাবোনা
ও সখী অন্য ঘাটে চলনা, ও ললিতা
ওকে আজ চলে যেতে বলনা
দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে
আমাকে সবাই দোষে সে সাধু থাকে
দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে
আমাকে সবাই দোষে সে সাধু থাকে
অসময় সময় কিছু কেন সে বোঝে না
আমি কি তার হাতের খেলনা
ও ললিতা,
ওকে আজ চলে যেতে বলনা
ললিতা,
ওকে আজ চলে যেতে বলনা
নিশিরাতে বাঁশী তার সিঁধকাঠি হয়ে
চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে
নিশিরাতে বাঁশী তার সিঁধকাঠি হয়ে
চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে
যখনই ডাকবে সে তখনই যেতে হবে
আমি কি এমন তরো ফেলনা
ও ললিতা,
ওকে আজ চলে যেতে বলনা
ও ঘাটে জল আনিতে যাবোনা যাবোনা
ও ঘাটে জল আনিতে যাবোনা যাবোনা
ও সখী অন্য ঘাটে চলনা, ললিতা
ওকে আজ চলে যেতে বলনা