welcome to melomasum.com
যাবার আগে, দোহায় লাগে
একবার ফিরে চাও
আবার তুমি আসবে ফিরে
আমায় কথা দাও, আমায় কথা দাও
যাবার আগে, দোহায় লাগে
একবার ফিরে চাও
আবার তুমি আসবে ফিরে
আমায় কথা দাও, আমায় কথা দাও
গানে অবশ্যই লাইক চাই…..
প্রথম বারে তোমায় দেখে
আকাশ বাতাস সাক্ষী রেখে
প্রথম বারে তোমায় দেখে
আকাশ বাতাস সাক্ষী রেখে
মন দিয়েছি কখন আমি
নিজেই জানিনা, নিজেই জানিনা
এই মনটারে, পায়ে দলে
কেন চলে যাও
আবার তুমি আসবে ফিরে
আমায় কথা দাও, আমায় কথা দাও
স্মুলের পরিবেশ সুন্দর রাখা
আপনার/আমার একান্ত দ্বায়িত্ব।
এমন আগুন জেলে বুকে
অশ্রু দিয়ে দুইটি চোখে
এমন আগুন জেলে বুকে
অশ্রু দিয়ে দুইটি চোখে
ভালোবাসার স্বপ্ন আমার
ভেঙে দিওনা, ভেঙে দিওনা
পাষাণ এ বুক, বেঁধো না গো
আমার মাথা খাও
আবার তুমি আসবে ফিরে
আমায় কথা দাও, আমায় কথা দাও
যাবার আগে, দোহায় লাগে
একবার ফিরে চাও
আবার তুমি আসবে ফিরে
আমায় কথা দাও, আমায় কথা দাও
যাবার আগে, দোহায় লাগে
একবার ফিরে চাও
আবার তুমি আসবে ফিরে
আমায় কথা দাও, আমায় কথা দাও
ওরে ও…..পরদেশী
ও..ও.. পরদেশী
ও..ও.. পরদেশী