ও আমার,বন্ধু গো,চির সাথী পথ চলার..
তোমারই জন্য,গড়েছি আমি,মনজিল ভালোবাসার..
Aguner Din Sesh Hobe Ekdin|ফাগুনের দিন শেষ হবে একদিন|Bangla lyrics
ও আমার,বন্ধু গো,চির সাথী পথ চলার..
তোমারই জন্য,গড়েছি আমি,মনজিল ভালোবাসার..
এক সাথে রয়েছি দুজন
এক ডোরে বাঁধা দুটি প্রাণ
ছিঁড়বেনা কভু এই বাঁধন,আসলে আসুক তুফান..
এক সাথে রয়েছি দুজন
এক ডোরে বাঁধা দুটি প্রাণ
ছিঁড়বেনা কভু এই বাঁধন,আসলে আসুক তুফান..
তুমি আমারই…,বলবো শতবার..
ও আমার,বন্ধু গো,চির সাথী পথ চলার..
তোমারই জন্য,গড়েছি আমি,মনজিল ভালোবাসার..
হাত দু’টি ধরেছি তোমার
মানবো না কোনো বাধা আজ..
শুনবো না কারো কথা যে আর,মন্দ বলুক সমাজ..
হাত দু’টি ধরেছি তোমার
মানবো না কোনো বাধা আজ..
শুনবো না কারো কথা যে আর,মন্দ বলুক সমাজ..
তুমি আমারই..হায় বলবো শতবার..
ও আমার,বন্ধু গো,চির সাথী পথ চলার,
তোমারই জন্য গড়েছি আমি,মনজিল ভালোবাসার..
ও আমার,বন্ধু গো,চির সাথী পথ চলার..
তোমারই জন্য,গড়েছি আমি,মনজিল ভালোবাসার..
তোমারই জন্য,গড়েছি আমি,মনজিল ভালোবাসার.