• Thu. Apr 24th, 2025

ও আমার বন্ধু গো|O Amar Bondhu Go|Lyrics|kayamat se kauyamat|

Bymelomasum

Aug 10, 2024
welcome to melomasum.com

ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার

তোমারই জন্য গড়েছি আমি

মনজিল ভালোবাসার।

ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার,

তোমারই জন্য গড়েছি আমি

মনজিল ভালোবাসার।

এক সাথে রয়েছি দুজন

এক ডোরে বাঁধা দুটি প্রাণ

ছিঁড়বেনা কভু এই বাঁধন

আসলে আসুক তুফান।

এক সাথে রয়েছি দুজন

এক ডোরে বাঁধা দুটি প্রাণ

ছিঁড়বেনা কভু এই বাঁধন

আসলে আসুক তুফান।

তুমি আমারই বলবো শতবার।

ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার,

তোমারই জন্য গড়েছি আমি

মনজিল ভালোবাসার।

হাত দু’টি ধরেছি তোমার

মানবো না কোনো বাধা আর

শুনবো না কারো কথা যে আর

মন্দ বলুক সমাজ

হাত দু’টি ধরেছি তোমার

মানবো না কোনো বাধা আর

শুনবো না কারো কথা যে আর

মন্দ বলুক সমাজ।

তুমি আমারই হায় বলবো শতবার.

ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার,

তোমারই জন্য গড়েছি আমি

মনজিল ভালোবাসার।

@Sheikh_Shamim

ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার

তোমারই জন্য গড়েছি আমি

মনজিল ভালোবাসার।

ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার,

তোমারই জন্য গড়েছি আমি

মনজিল ভালোবাসার।

Thanks all for visite here

বাবা বলে ছেলে নাম করবে|Baba Bole Chele Nam Korbe|Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *