• Sat. Mar 15th, 2025

ও কি ও বন্ধু কাজল ভ্রমরা রে| O ki o Bondhu|Bangla folk song|Bangla lyrics|

Bymelomasum

Dec 13, 2024
ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে

কোন দিন আসিবেন বন্ধু

কইয়া যাও কইয়া যাও রে,,,

ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে

কেমনে ভুলিবো আমি |Kemone Bhulibo Ami|Abdul karim|Bangla lyrics|

কোন দিন আসিবেন বন্ধু

কইয়া যাও কইয়া যাও রে,,,

যদি বন্ধু যাবার চাও

ঘাড়ের গামছা থুইয়া যাও রে,,

যদি বন্ধু যাবার চাও

ঘাড়ের গামছা থুইয়া যাও রে,,

ও বন্ধু কাজল ভ্রমরারে

কোন দিন আসিবেন বন্ধু

কইয়া যাও কইয়া যাও রে,,,

ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে

কোন দিন আসিবেন বন্ধু

কইয়া যাও কইয়া যাও রে,,,

বটবৃক্ষের ছায়া যেমন রে

মোর বন্ধুর মায়া তেমন রে,,,

বটবৃক্ষের ছায়া যেমন রে

মোর বন্ধুর মায়া তেমন রে,,,

ও বন্ধু কাজল ভ্রমরারে

কোন দিন আসিবেন বন্ধু

কইয়া যাও কইয়া যাও রে,,

ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে

কোন দিন আসিবেন বন্ধু

কইয়া যাও কইয়া যাও রে,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *