ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু
কইয়া যাও কইয়া যাও রে,,,
ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে
কেমনে ভুলিবো আমি |Kemone Bhulibo Ami|Abdul karim|Bangla lyrics|
কোন দিন আসিবেন বন্ধু
কইয়া যাও কইয়া যাও রে,,,
যদি বন্ধু যাবার চাও
ঘাড়ের গামছা থুইয়া যাও রে,,
যদি বন্ধু যাবার চাও
ঘাড়ের গামছা থুইয়া যাও রে,,
ও বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু
কইয়া যাও কইয়া যাও রে,,,
ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু
কইয়া যাও কইয়া যাও রে,,,
বটবৃক্ষের ছায়া যেমন রে
মোর বন্ধুর মায়া তেমন রে,,,
বটবৃক্ষের ছায়া যেমন রে
মোর বন্ধুর মায়া তেমন রে,,,
ও বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু
কইয়া যাও কইয়া যাও রে,,
ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু
কইয়া যাও কইয়া যাও রে,,