ও প্রেমের দোকানদার
তুমি প্রেম পিরিতি নিয়ে কেন
করো কারবার প্রেমের দোকানদার
ও প্রেমের দোকানদার
তোমার ভেজাল প্রেমের
হবো নাতো আমি খরিদ্দার
আমি রুপসী মাইয়া দেশি
ফুলের মতো টাটকা
আমি হেইলা দুইলা
হেইলা দুইলা
আমি হেইলা দুইলা নাচবো যখন
খাবে তুমি ঝাটকা
আমি হেইলা দুইলা নাচবো যখন
খাবে তুমি ঝাটকা
ও রুপসী মাইয়া
তুই ফুলের মতো টাটকা
তোর রুপের ঝলকে
আমি খাইলাম রে ঝাটকা
টাকা কড়ি দিয়ে কার বাড়ি কেনা যায়
যাবে নাতো কেনা এ মনটা রে টাকায়
টাকা কড়ি দিয়ে কার বাড়ি কেনা যায়
যাবে নাতো কেনা এ মনটা রে টাকায়
আমার আগুনে ভরা ফাগুনে
দিবো তোমার ঝাকা আমি হেইলা দুইলা নাচবো যখন
খাবে তুমি ঝাটকা
আমি হেইলা দুইলা নাচবো যখন
খাবে তুমি ঝাটকা
মুখে ছড়াও মধু অন্তরে তোমার বিষ
আমার কোমল মনের তুমি পাইবা না হদিস
মুখে ছড়াও মধু অন্তরে তোমার বিষ
আমার কোমল মনের তুমি পাইবা না হদিস
আমার মায়াবী বড় মায়াবী
দেবো তোমায় ধোকা
আমি হেইলা দুইলা নাচবো যখন
খাবে তুমি ঝাটকা
ও প্রেমের দোকানদার
ও প্রেমের দোকানদার
তোমার ভেজাল প্রেমের
হবো নাতো আমি খরিদ্দার আমি রুপসী মাইয়া দেশি
ফুলের মতো টাটকা
আমি হেইলা দুইলা নাচবো যখন
খাবে তুমি ঝাটকা আমি হেইলা দুইলা নাচবো যখন
খাবে তুমি ঝাটকা
আমি হেইলা দুইলা নাচবো যখন
খাবে তুমি ঝাটকা