• Mon. Feb 10th, 2025

ও বৃষ্টির পানি রে| O bristyr pani re|Andrew kisor| Lyrics

Bymelomasum

Jun 20, 2024
মেয়েঃ ও বৃষ্টির পানিরে

কি হয়না জানিরে..

কেনো ভেজালি রে তুই অঙ্গ

ওতো চেয়ে চেয়ে, দেখবে আমার রূপের রঙ্গ,,,

ওতো চেয়ে চেয়ে দেখবে আমার রূপের রঙ্গ..

ছেলেঃ কি সুন্দর বৃষ্টিরে

তুই বড় মিষ্টিরে..

অঝোড় ধারায় ঝড়ে পরনা

ও তার অঙ্গ ছুয়ে

লজ্জা রাঙা আরো করনা

ও তার অঙ্গ ছুয়ে..

লজ্জা রাঙা আরো করনা..

মেয়েঃ আমার এ অঙ্গে আগুন আছে..

আছে যে বিদুৎ বজ্রপাত

আহহহ,,,,,,,

আমার এ অঙে আগুন আছে

আছে যে বিদুৎ বজ্রপাত..

ছেলেঃ তবুও সুখের মরণ হবে,

ছাড়বোনা ছাড়বোনা হাত

মেয়েঃ এ মনটা চায় তোমারি সঙ্গ ও ও হো

ও বৃষ্টির পানিরে

কি হয়না জানিরে

কেনো ভেজালিরে তুই অঙ্গ

ও তো চেয়ে, চেয়ে, দেখবে

আমার রূপের রঙ্গ…

ও তো চেয়ে চেয়ে, দেখবে

আমার রূপের রঙ্গ ও ও

মেয়েঃ এতোটা কাছে এসোনা গো..

বিপদ হবে বন্ধু আজ,,,,

আহহহহ,,

এতোটা কাছে এসোনা গো

বিপদ হবে বন্ধু আজ..

ছেলেঃ বিপদ থেকে উদ্ধার করা,

সুন্দরি গো তোমার কাজ..

মেয়েঃ এ বুকে প্রেমেরি তরঙ্গ ও ও হো…

ও বৃষ্টির পানিরে

কি হয়না জানিরে

কেনো ভেজালিরে তুই অঙ্গ..

ও তো চেয়ে চেয়ে, দেখবে আমার রূপের রঙ্গ..

ও তো চেয়ে চেয়ে, দেখবে আমার রূপের রঙ্গ…

ছেলেঃ কি সুন্দর বৃষ্টিরে

তুই বড় মিষ্টিরে…

অঝোড় ধারায় ঝড়ে পরনা..

ও তার অঙ্গ ছুয়ে, লজ্জা রাঙা আরো করনা..

ও তার অঙ্গ ছুয়ে লজ্জা রাঙা আরো করনা..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *