• Sun. Feb 16th, 2025

ও মাঝি নাও ছাইড়া দে|Majhi Nau chaira de|Lyrics

Bymelomasum

Aug 14, 2024
welcome to melomasum.com

হেইয়া হা, ও হোহো, হেইয়া হা
হেইয়া হা, ও হোহো, হেইয়া হা

ও মাঝি নাও ছাইড়া দে
ও মাঝি পাল উড়াইয়া দে
গা-রে মাঝি গা কোন গান

ও মাঝি নাও ছাইড়া দে
ও মাঝি পাল উড়াইয়া দে
গা-রে মাঝি গা কোন গান

ও মাঝি নাও ছাইড়া দে
ও মাঝি পাল উড়াইয়া দে
গা-রে মাঝি গা কোন গান

একদিন তোর নাও মাঝি ভাসবে না রে
নীল নদীর জলে, ও মাঝি রে
সেইদিন তোর গান মাঝি শুনবে না কেউ
গাইবে না বলে, ও মাঝি রে
একদিন তোর নাও মাঝি ভাসবে না রে
নীল নদীর জলে, ও মাঝি রে
সেইদিন তোর গান মাঝি শুনবে না কেউ
গাইবে না বলে, ও…
কলের নৌকা কাইড়া নিবে সুর

মাঝি নাও ছাইড়া দে
ও মাঝি পাল উড়াইয়া দে
গা-রে মাঝি গা কোন গান

ও মাঝি নাও ছাইড়া দে
ও মাঝি পাল উড়াইয়া দে
গা-রে মাঝি গা কোন গান

যন্ত্রের নাও ধোঁয়া ছাইড়া করবে আঁধার
নীল আকাশটারে, ও মাঝি রে
সেইদিন তোর নাও মাঝি শূণ্য হয়ে
থাকবে রে পারে, ও মাঝি রে
যন্ত্রের নাও ধোঁয়া ছাইড়া করবে আঁধার
নীল আকাশটারে, ও মাঝি রে
সেইদিন তোর নাও মাঝি শূণ্য হয়ে
থাকবে রে পারে, ও…
চল রে মাঝি যাই রে বহুদূর

মাঝি নাও ছাইড়া দে
ও মাঝি পাল উড়াইয়া দে
গা-রে মাঝি গা কোন গান

ও মাঝি নাও ছাইড়া দে
ও মাঝি পাল উড়াইয়া দে
গা-রে মাঝি গা কোন গান

ও মাঝি নাও ছাইড়া দে
ও মাঝি পাল উড়াইয়া দে
গা-রে মাঝি গা কোন গান

ও মাঝি নাও ছাইড়া দে
ও মাঝি পাল উড়াইয়া দে
গা-রে মাঝি গা কোন গান

হলুদিয়া পাখি|Holudiya pakhi|Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *