• Sat. Mar 15th, 2025

ও সাথীরে যেওনা কখনো দুরে|O sathy re jeona kokhono dure|Lyrics

Bymelomasum

Aug 10, 2024
ও সাথীরে…. যেওনা কখনও দূরে

ও সাথীরে যেওনা কখনও দূরে

তোমারি প্রাণে,আমার এই প্রাণ

তুমি ছাড়া বাঁচি কি করে?

ও সাথীরে…যেওনা কখনও দূরে।

এই চোখে চেয়ে,নাও দেখে তুমি

ছবি করে তোমায়,রেখেছি আমি।

সেই ছবি কভু,যাবেনা কো মুছে

স্মৃতি হয়ে রবে,আমারই কাছে

তোমারই মনে,আমার এই মন

তুমি ছাড়া বাঁচি কি করে?

ও সাথীরে…..যেওনা কখনও দূরে।

ও সাথীরে…..যাবোনা কখনও দূরে।

ও সাথীরে যাবোনা কখনও দূরে

তোমারি প্রাণে,আমার এই প্রাণ

তুমি ছাড়া বাঁচি কি করে?

না।স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার/আমার একান্ত দ্বায়িত্ব।

এই পথে যদি,ঝড় নেমে আসে

বাঁধা ভেংগে আসবো,তোমারই পাশে।

জীবনে আছি,মরনে ও রবো

চিরোদিনই ভালো বেসে যাবো

তোমারই প্রেমে, আমার এই প্রেম

তুমি ছাড়া বাঁচি কি করে?

ও সাথীরে যাবোনা কখনও দূরে

তোমারি প্রাণে,আমার এই প্রাণ

তুমি ছাড়া বাঁচি কি করে?

ওই চাঁদমুখে যেন লাগে না গ্রহণ|Oi Chad Mukhe Jeno Lagena Grohon|Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *