কখনও ভালোবাসোনি করেছো শুধু অভিনয়
জীবনের ডাইরিটা খুলে দেখি এ আমার বড় পরাজয়
কখনও ভালোবাসোনি করেছো শুধু অভিনয় হারানো স্মৃতি হাত বাড়িয়ে পিছু ডাকে আমাকে
পুরোনো কথা মনে পড়তেই জল আসে দু’চোখে
হারানো স্মৃতি হাত বাড়িয়ে পিছু ডাকে আমাকে
পুরোনো কথা মনে পড়তেই জল আসে দু’চোখে পেয়েছো কি সুখ তুমি অবশেষে তবে কেন ভেঙেছো হৃদয়?
কখনও ভালোবাসোনি করেছো শুধু অভিনয় সুখেরই জীবন নস্ট করে দিয়েছো নিজেরই হাতে
চাইনা আমি ছলনার প্রেম যে প্রেম জানে কাঁদাতে
সুখেরই জীবন নস্ট করে দিয়েছো নিজেরই হাতে
চাইনা আমি ছলনার প্রেম যে প্রেম জানে কাঁদাতে সময়ের ব্যবধানে কেন তুমি আজ পেলেনা সুখের পরিচয়
কখনও ভালোবাসোনি করেছো শুধু অভিনয়
কখনও ভালোবাসোনি করেছো শুধু অভিনয়
জীবনের ডাইরিটা খুলে দেখি এ আমার বড় পরাজয়
কখনও ভালোবাসোনি করেছো শুধু অভিনয় contact for any background music 01716342422