কত টুকু দুঃখ পেলে সুখ পাওয়া যায়
আর কত,জ্বলে পুড়ে
তোমার’ই আশায় বেঁচে থাকা যায়
[M]- কত টুকু দুঃখ পেলে সুখ পাওয়া যায়
আর কত,জ্বলে পুড়ে
তোমার’ই আশায় বেঁচে থাকা যায়,
[M]- শ্রাবণও তো ঝরে ঝরে নিরবে ফুরায়
বিরহের কোয়াশাতো রোদ্রে হারায়
[F]- হো,,শ্রাবণও তো ঝরে ঝরে নিরবে ফুরায়
বিরহের কোয়াশা তো রোদ্রে হারায়
[M]- আমার এ হৃদয়ে তবু মেঘ রয়ে যায়
কি দারুন ভালোবাসা
কখনো কিছু বলে না আমায়
[F]- কত টুকু দুঃখ পেলে সুখ পাওয়া যায়
আর কত,জ্বলে পুড়ে
তোমার’ই আশায় বেঁচে থাকা যায়,
[F]- হৃদয়ে সাজিয়ে রাখা কথার মুকুল
এ ফাগুনে বেকুল হাওয়ায় হলো না তো ফুল
[M]- হো,,হৃদয়ে সাজিয়ে রাখা কথার মুকুল
এ ফাগুনে বেকুল হাওয়ায় হলো না তো ফুল
[F]- বুঝিনা তো কি জানি কি হয়ে ছিলো ভুল
কি দারুন ভালোবাসা
বুকে নিয়ে মরি দু’জনায়
[M]-কত টুকু দুঃখ পেলে,হো,,
কত টুকু দুঃখ পেলে সুখ পাওয়া যায়
আর কত, জ্বলে পুড়ে
তোমার’ই আশায় বেঁচে থাকা যায়
[F]-কত টুকু দুঃখ পেলে সুখ পাওয়া যায়
আর কত, জ্বলে পুড়ে
তোমার’ই আশায় বেঁচে থাকা যায়