কতো যে সাগর নদী, পেরিয়ে এলাম আমি
কতো পথ হলাম যে পাড়
তোমার মতো এতো, অপরুপ সুন্দর
কাউকে তো দেখিনি গো আর..
কতো যে সাগর নদী, পেরিয়ে এলাম আমি
কতো পথ হলাম যে পাড়
তোমার মতো এতো, অপরুপ সুন্দর
কাউকে তো দেখিনি গো আর..
প্রিয়তমা মনে রেখো..অনুপমা মনে রেখো..
হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাশ ফুল
উড়ে যায় আচল যে, করে এলো চুল
হো হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাশ ফুল
উড়ে যায় আচল যে, করে এলো চুল
আলতা পায়ের, আলতো ছোঁয়ায়
পথ চলো প্রিয়া যে আমার..
অনেক দেখেছি তবু, তোমারও মুখ-খানি
সাধ হয় দেখি গো আবার..
তোমার মতো এতো, অপরুপ সুন্দর
কাউকে তো দেখিনি গো আর..
প্রিয়তমা মনে রেখো..অনুপমা মনে রেখো..
সোনায় সোনায় মোড়া নীল’ নীল আকাশ
শান্ত দীঘির জলে, খেলে রাজহাঁস..
হো..সোনায় সোনায় মোড়া নীল’ নীল আকাশ
শান্ত দীঘির জলে খেলে রাজহাঁস..
কাজলা চোখে, মিষ্টি চাওয়ায়
ছবি আঁকো প্রিয়া যে আমার..
অনেক দেখেছি তবু, এ সবুজ বাংলাকে
সাধ হয় দেখি গো আবার ..
তোমার মতো এতো, অপরুপ সুন্দর
কাউকে তো দেখিনি গো আর ..
কতো যে সাগর নদী, পেরিয়ে এলাম আমি
কতো পথ হলাম যে পাড়..
তোমার মতো এতো অপরুপ সুন্দর
কাউকে তো দেখিনি গো আর..
প্রিয়তমা মনে রেখো..অনুপমা মনে রেখো..
প্রিয়তমা মনে রেখো..অনুপমা মনে রেখো..
প্রিয়তমা মনে রেখো..অনুপমা মনে রেখো..