• Fri. Dec 13th, 2024

কত রঙ্গ জানোরে মানুষ| koto rongo jano re manush..lyrics

Bymelomasum

Jun 16, 2024
কত রঙ্গ জানোরে মানুষ কত রঙ্গ জানো

কত রঙ্গ জানোরে মানুষ কত রঙ্গ জানো

তুমি এই ভালো এই মন্দ

ক্ষনে হাসো ক্ষনে কান্দো

হায়রে একি দন্দ

কত রঙ্গ জানোরে মানুষ কত রঙ্গ জানো

কত রঙ্গ জানোরে মানুষ কত রঙ্গ জানো

চক্ষু দুইখান হাত দুইখান

আছে সবার সমান সমান

চক্ষু দুইখান হাত দুইখান

আছে সবার সমান সমান

তবু কেন নানান রকম

চলন বলন মনের ধরন

বুঝিনা তার মর্ম

কত রঙ্গ জানোরো মানুষ কত রঙ্গ জানো

কত রঙ্গ জানোরে মানুষ কত রঙ্গ জানো

ঘুরলাম কত দেখলাম কত

পাইলাম না মন মনের মতো

ঘুরলাম কত দেখলাম কত

পাইলাম না মন মনের মতো

আমি অধম আর কি বলি

জ্ঞানের ডিব্বা রইল খালি

বৃথা সাধের জন্ম

কত রঙ্গ জানোরে মানুষ কত রঙ্গ জানো

কত রঙ্গ জানোরে মানুষ কত রঙ্গ জানো

তুমি এই ভালো এই মন্দ

ক্ষনে হাসো ক্ষনে কান্দো

হায়রে একি দন্দ

কত রঙ্গ জানোরে মানুষ কত রঙ্গ জানো

কত রঙ্গ জানোরে মানুষ কত রঙ্গ জানো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *