• Sat. Mar 15th, 2025

কাটেনা সময় যখন আর কিছুতে-Lyrics in Bangla 

Bymelomasum

Jun 11, 2024
কাটেনা সময় যখন আর কিছুতে

বন্ধুর টেলিফোনে মন বসে না

জানালার গ্রীলটাতে ঠেকাই মাথা

মনে হয় বাবার মত কেউ বলে না

আয় খুকু আয় খুকু আয়

আয়রে আমার সাথে গান গেয়ে যা

নতুন নতুন সুর নে শিখে নে

কিছুই যখন ভাল লাগবে না তোর

পিয়ানোয় বসে তুই বাজাবিরে

আয় খুকু আয় খুকু আয় ।

সিনেমা যখন চোখে জ্বালা ধরায়

গরম কফির মজা জুড়িয়ে যায়

কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি

মনে হয় বাব যদি বলতো আমায়

আয় খুকু আয় খুকু আয়……

আয়রে আমার সাথে আয় এখনি

কোথাও ঘুরে আসি শহর ছেড়ে

ছেলেবেলার মত বায়না করে

কাছ থেকে নেনা তুই আমায় কেড়ে

আয় খুকু আয় খুকু আয় …..

দোকানে যখন আসি সাজবো বলে

খোঁপাটা বেঁধে নেই ঠাণ্ডা হাওয়ায়

আরশিতে যখনই চোখ পড়ে যায়

মনে হয় বাবা যেন বলছে আমায়

আয় খুকু আয় খুকু আয়…..

আয়রে আমার কাছে আয় মামনি

সবার আগে আমি দেখি তোকে

দেখি কেমন খোঁপা বেঁধেছিস তুই

কেমন কাজল দিলি কালো চোখে

আয় খুকু আয় খুকু আ

ছেলেবেলার দিন ফেলে এসে

সবাই আমার মত বড় হয়ে যায়

জানিনা কজনে আমার মতন

মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়

আয় খুকু আয় খুকু আয়…।।

আয়রে আমার পাশে আয় মামনি

এ হাতটা ভাল করে ধর এখনি

হারানো সেদিনে চল চলে যাই

ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *