কালিয়া সোনারে গত নিশি কোথায় ছিলে তোমারও লাগিয়া মালাটি গাথিয়া তোমারও লাগিয়া মালাটি গাথিয়া ছিরে ফেলেছি সকালে গত নিশি কোথায় ছিলে কালিয়া সোনারে গত নিশি কোথায় ছিলে কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে গজোমোতির হার তোমার কন্ঠে জুড়েছে কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে গজোমোতির হার তোমার কন্ঠে জুড়েছে ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি সিদুর আউলানো কপালে গত নিশি কোথায় ছিলে কালিয়া সোনারে গত নিশি কোথায় ছিলে আসিবে বলে কথাটি দিলে নিশি ফুরিয়ে গেলো ফিরে না এলে আসিবে বলে কথাটি দিলে নিশি ফুরিয়ে গেলো ফিরে না এলে ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি সিঁদুর আউলানো কপালে গত নিশি কোথায় ছিলে কালিয়া সোনারে গত নিশি কোথায় ছিলে তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে গত নিশি কোথা ছিলে কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে Post Views: 39 Post navigation আমার সারা দেহ খেওগো মাটি|Amar sara deho kheo go mati|Andru kishore|Bangla song lyrics| যেখানে সীমান্ত তোমার|Jekhanei simanto tomar|Bangla song lyrics|Kumar bissojoit|
যেখানে সীমান্ত তোমার|Jekhanei simanto tomar|Bangla song lyrics|Kumar bissojoit| Mar 1, 2025 melomasum