• Thu. Apr 24th, 2025

কালিয়া সোনারে গত নিশি কোথায় ছিলে|Goto mishi kothai chile|Kaliya sona re|Bangla folk song lyrics|

Bymelomasum

Feb 26, 2025
কালিয়া সোনারে

গত নিশি কোথায় ছিলে

তোমারও লাগিয়া মালাটি গাথিয়া

তোমারও লাগিয়া মালাটি গাথিয়া

ছিরে ফেলেছি সকালে গত নিশি কোথায় ছিলে

কালিয়া সোনারে গত নিশি কোথায় ছিলে

কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে

গজোমোতির হার তোমার কন্ঠে জুড়েছে

কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে

গজোমোতির হার তোমার কন্ঠে জুড়েছে

ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি

ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি

সিদুর আউলানো কপালে গত নিশি কোথায় ছিলে

কালিয়া সোনারে গত নিশি কোথায় ছিলে

আসিবে বলে কথাটি দিলে

নিশি ফুরিয়ে গেলো ফিরে না এলে

আসিবে বলে কথাটি দিলে

নিশি ফুরিয়ে গেলো ফিরে না এলে

ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি

ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি

সিঁদুর আউলানো কপালে

গত নিশি কোথায় ছিলে

কালিয়া সোনারে গত নিশি কোথায় ছিলে

তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া

তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া

ছিঁড়ে ফেলেছি সকালে

গত নিশি কোথা ছিলে

কালিয়া সোনারে

গত নিশি কোথা ছিলে

কালিয়া সোনারে

গত নিশি কোথা ছিলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *