কাল সারারাত আমি তোমায় মনে এঁকেছি
আর তুমি ছাড়া
আমার জীবন কাটবে ভেবে কেঁদেছি
কাল সারারাত আমি তোমায় মনে এঁকেছি ব্যথা দিয়ে ঢেকেছ আশা
দু:খে সাজিয়েছ ভালোবাসা
ব্যথা দিয়ে ঢেকেছ আশা
দু:খে সাজিয়েছ ভালোবাসা
হৃদয় বীণার তার ছিঁড়েছ
দূরে সরে গিয়ে মোরে ভুলেছ।
কাল সারারাত আমি তোমায় মনে এঁকেছি। শুরুতে হয়েছে যা শেষ
রয়ে গেছে তবু তার রেশ
শুরুতে হয়েছে যা শেষ
রয়ে গেছে তবু তার রেশ
মমতায় গড়েছিলে যে বাঁধন
কোন ভুলে ভেঙ্গে দিলে সে স্বপন
কাল সারারাত আমি তোমায় মনে এঁকেছি। কাল সারারাত আমি তোমায় মনে এঁকেছি
আর তুমি ছাড়া
আমার জীবন কাটবে ভেবে কেঁদেছি
কাল সারারাত আমি তোমায় মনে এঁকেছি।