কি করে তোকে বলবো তুই কে আমার,,
আয় না সাথে চলবো সব পারা পার,,,
মনেরি আসকারা তে,,
তোর কাছে এলাম,,
হারিয়ে গেলাম,,
কি করে তোকে বলবো তুই কে আমার,,
আয় না সাথে চলবো সব পারা পার,,,
মনেরি আসকারা তে,,
তোর কাছে এলাম,,
হারিয়ে গেলাম,,
কি করে তোকে বলবো তুই কে আমার,
Mon Majhi Re | মন মাঝি রে|Jit ganguli|Bangla lyrics
মনের একুল ওকুল,,
দিয়েছে প্রেমের মাসুল,,
চাওনিরা দিসেহারা,,
তোর কাছে চায় ইসারা,,
আজ বারে বার,,,,,
কি করে তোকে বলবো তুই কে আমার,,,
ভিরেতে দারাই একা,,
তোর যদি না পাই দেখা,
হারানো পথের মতো,,
খুজে মরি তোকে কতো,
হাজার বার,,,
কি করে তোকে বলবো তুই কে আমার,,
আয় না সাথে চলবো সব পারা পার,,,
মনেরি আসকারা তে,,
তোর কাছে এলাম,,
হারিয়ে গেলাম,,
কি করে তোকে বলবো তুই কে আমার,,