কে বাঁশী বাজায় রে
কে বাঁশী বাজায় রে মন কেন নাচায় রে
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না
কে বাঁশী বাজায় রে মন কেন নাচায় রে
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না
ঐ বাঁশী কি বিষের বাঁশী তবু কেন ভালোবাসি
লগ্ন ভরে আড়াল থেকে দেখেছি পোড়া হাসি
ঐ বাঁশী কি বিষের বাঁশী তবু কেন ভালোবাসি
লগ্ন ভরে আড়াল থেকে দেখেছি পোড়া হাসি
সে যে হৃদয় কখন করলো হরন কিছুই জানি না
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না
কে বাঁশী বাজায় রে মন কেন নাচায় রে
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না
নাম ধরে সে ডাকে না যে তবু কেন মরি লাজে
মন যেন আজ একা একা বসে না কোন কাজে
নাম ধরে সে ডাকে না যে তবু কেন মরি লাজে
মন যেন আজ একা একা বসে না কোন কাজে
সে যে চুপিসারে আমায় কেন দেখেও দেখে না
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না
কে বাঁশী বাজায় রে মন কেন নাচায় রে
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না
কে বাঁশী বাজায় রে মন কেন নাচায় রে
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না
আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না